প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের একটি অনলাইন পত্রিকা সিবিএন এ চকরিয়া ঢেমুশিয়ায় প্রবাসী কতৃক জোরপূর্বক অন্যের বসতঘর দখলের পায়তারা নামক সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়েছে।যা ভিত্তি হীন,বানোয়াট, উদ্দেশ্যপ্রনোদিত, মানহানিকর মিথ্যা সংবাদ।
আমি এই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মুলত ঘটনাটি হচ্ছে ঢেমুশিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জমিদার পাড়ার মৃত নুর আহমদের পুত্র আমি প্রবাসী মোঃ রফিক ঢেমুশিয়া মৌজার বিএস৫১৪ নং খতিয়ানের বিএস ৩২৬০ দাগের ২৫ শতক বসত ভিটা ক্রয় সূত্রে মালিক।
প্রতিবেশী মৃত আবদুল মজিদের পূত্র নুরুল আলমের সাথে বসতভিটার সীমানা বিরোধ ছিল দীর্ঘ দিন ধরে। গত ৬ এপ্রিল স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি হিসেবে পরিচিত শাহ আলম, আবুল কাশেম, আজমগীর মুছা, খুরশিদ-ই আরমান রুপসা, মোস্তাক আহমদ, কাইছার হামিদ,শফি আলম ও কামাল উদ্দিন উপস্থিত থেকে বিরোধীয় উভয় পক্ষের সম্মতিতে সীমানা নির্ধারণ করে দেয়। হাসিমুখে দু’পক্ষই মেনে নিয়ে সীমানায় টিন দিয়ে সীমানা প্রাচীর দেওয়া হয়।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকুর সাথে মোটোফোনে কথা বলে জানা যায়, ঐ দিন উভয় পক্ষের সম্মতিতে এলাকার সম্মানিত লোকদের উপস্থিতিতে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল,যা আমি অবগত আছি।
জৈনক দখলবাজ নুরুল আলম উক্ত ভিত্তিহীন নিউজে আমাকে রোহিঙ্গা বলে উল্লেখ করে আমার সম্মানহানী ও এলাকায় আমাকে হেওয়া প্রতিপন্ন করার অপপ্রয়াস চালিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার বাপ-দাদা পূর্ব পুরুষগণ এই এলাকার বাসিন্দা। তাদের নামে আইডি কার্ড থেকে শুরু করে জমির জমা-ভাগ খতিয়ান সহ বিভিন্ন সরকারি ডকুমেন্ট সৃজিত আছে। আমরা এই মানহানিকর বক্তব্যের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
প্রবাসী রফিক আহমদ ও তার পরিবার সিবিএন-এর মিথ্যা সংবাদে স্থানীয় এলাকাবাসী,প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে এই হয়রানি থেকে রেহাই পেতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।