চকরিয়া পেকুয়া গ্রাজুয়েটস ক্লাবের এডমিন Sahabuddin Forhad
সর্বনাশা ۔ ইয়াবা :
গ্রাজুয়েটস ক্লাব সমাজের ক্ষতিকর বিষয়۔۔ নিয়ে বরাবর ই সোচ্চার এবং প্রতিবাদ কারী !
ইয়াবা একটি সর্বনাশা নেশা যেটা সেবনে ধ্বংস হচ্ছে যুব সমাজ ধ্বংস হচ্ছে অনেক পরিবারের শান্তি সমাজ এবং পরিবার ! আমরা যারা সেবন করিনা তারাও এই নেশার কবল থেকে মুক্ত নয় ! এইতো সেইদিনের কথা : আমি আমার নিজ গ্রাম থেকে অফিস এর উদ্দেশ্যে রওয়ানা দিলাম চকরিয়া থেকে ! আমার সাথে চকরিয়ার আরও গন্যমান্য ব্যাক্তি ছিলেন ! পথিমধ্যে আমাদের এস আলম গাড়িকে সিগন্যাল দেন ডিবি পুলিশ ! তল্লাশি চালিয়ে একজন যাত্রীর কাছে সেই বাবা পাওয়া যায় ! আমাদের একঘন্টা দেরি হয় পুলিশের যাবতীয় কাজ শেষ করতে ! এভাবে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে আমজনতা ! সমাজের সব জায়গায় ইয়াবার ছড়াছড়ি ! একটু খোঁজ নিলেই পাওয়া যায় সেই সব ইনফরমেশন কে বা কারা এই ব্যাবসার সাথে জড়িত ! আমার কাছে যে ইনফরমেশন আছে এবং সাক্ষী আছে তাতে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় ! ইয়াবা ব্যাবসায়ী এবং ইয়াবা সেবন কারীর প্রকৃত ইনফরমেশন দিলেও পুলিশ এখনো আসামি ধরতে পারেনি ! কক্সবাজার Rab-15 এর সাথে ফোনে যোগাযোগ করলেও তাদের দিতে হবে অভিযোগ ! কারণ ইনফরমেশন দিলেও নাকি হবেনা তাদের দিতে হবে লিখিত অভিযোগ ! আমার প্রশ্ন লিখিত অভিযোগ কে বা কারা করবে সাধারণ জনগণ কেন এই ঝুঁকি নিবে কারণ যারাই এই ববসার সাথে জড়িত তাঁরা সবাই রাঘব বোয়াল ! কারো না কারো আশ্রয় এবং প্রশ্রয় নিয়ে দিনের পর দিন۔۔ এই ব্যবসা করে যাচ্ছে ! আমার আবেদন দেশের সুশীল সমাজ এবং আইন প্রণেতারা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আরও জুরালো ভূমিকা রাখতে হবে ! স্থানীয় জনগণ তাদের পাহারা দিতে পারবেনা অপরাধীর পেছনে লেগে থাকা পুলিশ বা Rab এর কাজ ! তাই আসুন সবাই এই মরণ নেশাকে না বলি এবং সমাজের যারাই এই ব্যাবসার সাথে জড়িত তাদের বর্জন করি সে যতবড় নেতাই হউক না কেন ! পরের লিখাই আরও বিস্তারিত লিখবো ইনশাল্লাহ ! আমি মৃত্যু ভয়ে ভীত নই !
© Shahabuddin Forhad.