মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার
দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী বৃহত্তম সংগঠন বাংলাদেশ আওয়ামিলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামিলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন তরুণ আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কলিম উল্লাহ কলি। এসময় সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি আমির উদ্দিন বুলবুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কাইছার বাবুল, আবদুর রশিদ হায়দার, জামাল উদ্দিন হাদি, আওয়ামী লীগ নেতা ছৈয়দ সওদাগর, শাহাবুদ্দিন, বোরহান, বাদশা, গিয়াস উদ্দিন, শামশুদ্দিন প্রকাশ কালু, খলিলুর রহমান, জকির হোসেন, জহির, আবদুল মালেক ফারুকী, ছৈয়দ নূর, বোরহান উদ্দিন, সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দীর্ঘ ৭২ বছরের পথচলা পেরিয়ে ৭৩ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন দলটি। নানামুখী চড়াই-উৎরাই পেরোনো আওয়ামী লীগ দীর্ঘ পথচলায় কখনো থেমে যায়নি। জয়ের লক্ষ্যে পথচলায় বারবার অদম্যতার প্রমাণ দিয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মতো সংকটময় সময়েও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছে।