টেকনাফ প্রতিনিধি ঃ
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ব্যস্ততম বিপনি বিতান পৌরসভার লামার বাজার এলাকার নাফ সিটি’র নুর মোস্তফা ষ্টোরের ২০ লাখ টাকা নিয়ে উধাও দোকান কর্মচারী মোহাম্মদ জুনাইদ (৩০)। সে লোহাগড়া উপজেলার আমিরাবাদের কিল্লার আন্দর ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা জসীম উদ্দিন এর পূত্র।
১৭ জুন বৃহস্পতিবার বিকাল আনুমানিক তিনটার দিকে নুর মোস্তফা ষ্টোরের মালিক নুর মোস্তফা প্রতিবারে মতো ব্যক্তিগত ব্যাংক হিসাবের চেক মারফত ২০ লাখ টাকা উত্তোলনের জন্য নিজ দোকানের কর্মচারী মোহাম্মদ জুনাইদ’কে এবি ব্যাংক টেকনাফ শাখায় পাঠায়। কর্মচারী ফিরতে দেরী হওয়ায় দোকান মালিক জুনাইদ এর মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা চালিয়ে তার মোবাইল বন্ধ পেয়ে এক পর্যায়ে সন্দেহ হলে নিজেই ব্যাংকে গিয়ে জুনাইদকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করেন।এত খোঁজাখুঁজির পরও জুনাইদ এর কোন হদিস পাননি দোকান মালিক নুর মোস্তফা।
এবিষয়ে দোকান মালিক নুর মোস্তফা বলেন, জুনাইদ লোভের বশে টাকা গুলো নিয়ে পালিয়েছে, তার মোবাইলে বার বার যোগাযোগ করেও ব্যর্থ হয়ে তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে এখনও তার কোন সন্ধান মেলেনি। এবি ব্যাংক টেকনাফ শাখার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।
কর্মচারী জুনাইদকে খোঁজে পেতে যা যা নিয়মনীতি অনুসরণ করতে হয় আমি সেদিকে এগিয়ে যাচ্ছি। কেউ যদি ছেলেটার সন্ধান পেয়ে থাকেন তাহলে দোকান মালিকের ০১৮৫২৯১০৬২০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন দোকান মালিক নুর মোস্তফা।