বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজারের চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সেকান্দার পাড়ায় এক ইয়াবা ব্যবসায়ীর দুরাত্মায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জন জীবন।ইয়াবা সেবনে এলাকায় বেড়েছে চুরি,ডাকাতি,রাহাজানি।
এসব ইয়াবা ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছে আব্দুল হামিদ বাবু প্রকাশ লম্বা বাবু নামে এক যুবক। এই লম্বা বাবু একজন ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা সেবনকারী ! প্রতিদিন তার ঘরে বসে ইয়াবার আসর,পূর্ব বড় ভেওলাসহ বিভিন্ন ইউনিয়নের উড়তি বয়সে অনেকে তার ডেরায় নিয়মিত যাতায়াত রয়েছে। ইয়াবা সেবনকারীরা নিয়মিত আসর জমায় তার ঘরে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,গত কয়েক মাস আগে ইয়াবা সেবন করার সময় তার ঘরে খুন হয় একজন স্থানীয় টমটম চালক। সঠিক তদন্তের অভাবে ঐ টমটম চালক হত্যা মামলা থেকে রেহাই পেয়ে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে এই লম্বা বাবু।
সন্ত্রাসী কার্যকলাপ থেকে রেহাই পাচ্ছে না তার পরিবারের সদস্যরা ও,কিছুদিন আগে সে তার পরিবার এর সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করে সাথে তার জন্মদাতা বিধবা মাকে ও বেদম প্রহার করে।তার মা,বোন এবং বিধবা ভাবীকে এভাবে প্রতিনিয়ত অত্যাচার করেই চলেছে।
এ বিষয়ে তার মা নিজে বাদী হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটা অভিযোগ দায়ের করেন,নির্বাহী কর্মকর্তা শামসুল তাবরীজ বাদীর অভিযোগ আমলে নিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করতে চকরিয়া থানাকে নির্দেশ দেন,কিন্তু চকরিয়া থানা পুলিশ এখনও আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।তার মা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করার কারণে আবার ও তার পরিবারের বড় ভাইকে আঘাত করে রক্তাক্ত করে।আসামির অভিযোগ তার বড় ভাই কেন বিচারিক কাজে তার মাকে সাহায্য করছে। পুনরায় আহত হওয়ার পর তার মা আবার বাদী হয়ে চকরিয়া চিফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন।মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে আসামী লম্বা বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যার স্মারক নম্বর ৬০২ তারিখ ১৪۔ ০৬۔۔ ২১۔۔۔ কিন্তু পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি !যদিও আসামি প্রকাশ্যে গুরাফেরা করছে! এলাকাবাসীর প্রশ্ন তার পরিবার দারুন ঝুঁকিতে রয়েছে কারণ সে এর আগে অনেকবার পরিবারের লোকজন কে হত্যা চেষ্টা করে ! যদি এমন কিছু অনাকাংঙ্খিত হত্যা বা হত্যা চেষ্টা চলে তাহলে এই দায় পুলিশ কে নিতে হবে !
তার মা চকরিয়া থানাকে অনুরোধ করে বলেন,মাননীয় আদালত ও নির্বাহী কর্মকর্তার আদেশ এর প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আসামিকে গ্রেপ্তার করে দায়িত্ব পালনের জন্য আহবান করেন।