বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ঘনশ্যামবাজারে ক্রয়কৃত দোকানের জায়গা নিয়ে বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৭জুলাই বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় প্রভাবশালী রাজিব চৌধুরীর ইন্দনে ঘনেশ্যাম বাজার এলাকার দখলবাজ রাজা মিয়া ও আজিজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী পোলট্রি ফিড ব্যবসায়ী ও পৌরসভার কাউন্সিলর প্রার্থী মোঃ রেজাউল করিমের ব্যবসা প্রতিষ্ঠান “মেসার্স ওয়ান স্টার পোলট্রি ফিড সেন্টার” ভাংচুর করেছে বলে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী রেজাউল।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী একটি দোকানের বিষয়ে দুই/একদিন পূর্বে চকরিয়া পৌরসভার কর্মচারী মোঃ রাজিব চৌধুরী তাকে এসে হুমকি ধামকি দেয়। এ ঘটনার রেশ ধরে তার পালিত সন্ত্রাসীরা দিন দুপুরে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করে।
ন্যাক্কারজনক এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।সৃষ্ট ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।