চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, অবিভক্ত বৃহত্তর ভেওলা মানিক চার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও চকরিয়া সরকারি কলেজ (ডিগ্রী কলেজ) ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিয়ন টিম লিডার জাফর আলম ছিদ্দিকী বাংলাদেশ আওয়ামী লীগের “নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী” হিসেবে সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন কামনা করেছেন।
তিনি ১৯৮৪-৮৬ সাল পর্যন্ত চকরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ১৯৮৫-৮৭ সাল পর্যন্ত কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
জাফর আলম ছিদ্দিকী কোনাখালী ইউনিয়নের সম্ভ্রান্ত ইউসুফের বাপের গোষ্ঠীর মরহুম ইউসুফ আলী সিকদার এর নাতি ও মরহুম শাহাদাত আলী সিকদারের নাতিন জামাই হন।
তিনি কক্সবাজার জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত একটানা সদস্য ছিলেন। এছাড়াও তিনি কোনাখালী করিমিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেন এবং কোনাখালীর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন।
আজন্ম আওয়ামী রাজনীতির সাথে জড়িত এই নেতাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিলে, খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার হয়ে জয়যুক্ত হবেন বলে ধারণা এলাকাবাসীর।