চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের নিউ মার্কেটের সামনে শনিবার বিকালে শতশত নারী পুরুষের উপস্থিতিতে আন্তর্জাতিক অহিংস দিবস মানববন্ধনের মাধ্যমে পালিত হয়।মহাত্মা গান্ধীর উক্তি অহিংসার প্রথম নীতিই হলো সকল অমর্যাদাকে প্রত্যাখান করা,নিস্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না এই প্রতিপ্রাথ্যকে সামনে রেখে নারীনেত্রী শাহানা বেগমের সভাপতিত্বে এডভোকেট লুৎফর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত বক্তাগণ সকল সহিংসতাকে পরিহার করে অহিংস রাষ্ট্র গঠন করতে সমাজ,দেশ পরিবর্তন সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।চকরিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পরিচালনায় দি হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রজেক্টের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মু.আবদুর রব খানের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন এ্যানি,মনির,হাছিনা,রোজিনা,ইউনুছ মেম্বার,আবদুল করিম বিটু,আসিফ,জহির,নিলয়,তুষার,ফজল করিম,সিরাজ,আইয়াস,শহীদ প্রমূখ।