বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজারেরর চকরিয়া এক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে অপর এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইসলাম নগর এলাকায়। এ ঘটনায় উভয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে,যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভবানা প্রবল হচ্ছে।
এ ঘটনায় আহত জমিরের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে শহীদুল ইসলামকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ পূর্বক চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়,গত ৪ অক্টোবর সকালে বাদীর স্বামী জমির দোকানে অবস্থারত অবস্থায় স্হানীয় শহীদুল ইসলামের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালিয়ে জমিরকে ধরে প্বার্শবর্তী পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে মারধর করে গুরুতর আহত করে।স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত জমিরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।বাদীনি অভিযোগে আরও উল্লেখ করেন, বাদীনির স্বামী ইউপি নির্বাচন আসায় চায়ের দোকানে রুজিরোজগার কম হওয়ায় তিনি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদকে মাসে ১৫ হাজার টাকায় ২ মাসের জন্য ভাড়া দেন।কেন তিনি চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল উর রহমান চৌধুরীকে ভাড়া না দিয়ে মামুনুর রশীদকে ভাড়া দেন।এতে ক্ষিপ্ত হয়ে আফজাল সমর্থক শহীদুল ইসলামের নেতৃত্ব এই হামলা চালানো হয়।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল উর রহমান চৌধুরী বলেন,কেউ যদি আমাকে বদনামের বাগি করতে আমার নাম দিয়ে হামলা চালায় তার দায়ভার তো আমি নিতে পারি না।আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। এ ঘটনায় বাদীনি তার ও তার পরিবারের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকের মোঃ যুবায়ের বলেন, দোকান ভাংচুর ও হামলা ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তে করে তড়িৎ আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।