বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজারের চকরিয়া আন-নূর মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের অবিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার ১৮ অক্টোবর সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে অবস্থিত আন-নূর মাদ্রাসায় অবিভাবকের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল্ আনচারীর সঞ্চালনায় মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ আবদুল হামিদ নূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক এডভাইজার এড. শওকত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাঃসম্পাদক এইচ এম এহছানুল হক,ক্রীড়া সম্পাদক-মোজাম্মেল হক,আপ্যায়ন সম্পাদক কলিম উল্লাহ, পরিচালক হুমায়ন কবির, জামাল উদ্দিন।
সমাবেশে দুইশতাধিক অবিভাবক ও ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অবিভাবক সমাবেশে বক্তাগণ মাদ্রাসার ছাত্র-ছাত্রী দিকে সু-নজর রেখে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।