বিশেষ প্রতিনিধি ঃ
জনতা ব্যাংক লিঃ এর মাধ্যমে সকল শাখা থেকে স্বয়ংক্রিয় চালান সেবা গ্রহনের উদ্যোগকে সকল স্থরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে ২৩ অক্টোবর শনিবার সকালে চট্টগ্রাম জনতা ব্যাংক লিঃ এর বিভাগীয় কার্যালয় থেকে এক রোড শো পরিচালিত হয়।
জনতা ব্যাংক লিঃ চট্টগ্রাম এর জেনারেল ম্যানেজার মোঃ কামরুল আহছান রোড শো এর উদ্বোধন করেন।
রোড শো – টি শেখ মুজিব রোড কর্পোরেট শাখা চত্ত্বর থেকে শুরু হয়ে আগ্রাবাদ এর গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বিভাগীয় কার্যলয়ে এসে শেষ হয়।
পরে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের এসপিও হোসাইন আকতার রাফির সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় নির্বাহীগণ জনতা ব্যংকের সকল শাখা থেকে ” স্বয়ংক্রিয় চালান ” সেবা গ্রহগের অনুরোধ জানান। রোড শো তে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।