চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড পশ্চিম বাটাখালী জলদাশ পাড়ার মৃত শ্রীমহন দাশের পূত্র
অবিরণ দাশ,সন্জিত দাশ,সন্তুষ দাশ,অনিল দাশ পরষ্পর ৬ ভাই অঙ্গীকারমূলে তাদের পিতা মরণে পিতার রেখে যাওয়া সহায় সম্পত্তির পৈত্রিক ওয়ারিশী মালিক ও ভোগ দখলকার হলেও পৈত্রিক জায়গা জমি তারা ৬ ভাই ভাই সমহারে ভাগ বন্টন হইলেও বড় ভাই সুবাস ছাড়া বাকী ৪ ভাই পৈত্রিক সম্পত্তির দখলে নেই। পৈত্রিক বসত ভিটা বাড়ির জায়গা জমি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে শর্তমতে আপোষ নিষ্পত্তির বৈঠক হলেও মানছে না অনিল। পৈত্রিক বসত ভিটা বাড়ির জায়গা জমি পিতা মরণে তাহার রেখে যাওয়া ছেলেরা ২৮ফুট দৈর্ঘ্য ১৪ফুট ৮ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট জায়গা ভোগ দখলে থাকিবে মর্মে অঙ্গিকার নামা লিপিবদ্ধ করে শিরো ভাগে নিজেদের নাম সাক্ষর করে দস্তখত করিলেও কিছুই মানেন না অনিল। অঙ্গিকার মূলে
অনিল উক্ত বসত ভিটা বাড়ির পশ্চিম পার্শ্বে তাহার পৈত্রিক বসত ভিটায় অবস্থান করিতে বাধ্য থাকিবে এবং পৈত্রিক বসত ঘর ভাঙ্গিয়া যার যার পরিমাপকৃত প্রাপ্য অংশ বুঝিয়া নিতে বাধ্য থাকিবে। আপোষনামায় আরও উল্লেখ্য ছিল যে অমান্যকারী পক্ষ মর্যাদাশতে দোষী বলিয়া গণ্য হইবে। আপোষনামার ভিত্তিতে বাকী ভাইয়েরা নতুন বাড়ি তৈরি করার জন্য পুরনো বাড়ি ভেঙ্গে ফেলে।এতে অনিল তার ঘর ভাংচুর, টাকা লুট করেছে বলে ভাইদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানা এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে ভাইদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
অনিলের এহেন অপকর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।