বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজারের চকরিয়া কাকারা পুলেরছড়া দারুল ইহ্সান দাখিল মাদ্রাসার এ বছরের দাখিল পরীক্ষার্থীদের মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে শুরু হওয়া অনুষ্ঠানে আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা চেয়ারম্যান পদপ্রার্থী সাহাব উদ্দিন, সাঃসম্পাদক মোঃ এইচএম ওমর ফারুক,অর্থ সম্পাদক কুতুবউদ্দিন,আমজাদীয়া মাদ্রাসার শিক্ষক মোঃ শহীদুল ইসলাম,সাংবাদিক আবদুল করিম বিটু,মিজানুর রহমান, সাংবাদিক ইউসুফ বিন হোছাইন।
এবারে মাদ্রাসা থেকে মিসকাত,জাহিদ,তানিম,শহীদ,খাইরুল,ফারিয়া,ফারহানা,শাহারিন,আরমিন,নাছরিন,মাওয়া,আসমাউল,হাসিবা,সুমি,কাউসার,নয়ন সহ ১৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ৫ জন ছাত্র ও ১২ জন ছাত্রী।
সাঃসম্পাদক এইচ এম মোঃ ওমর ফারুক বলেন-সকল ছাত্র ছাত্রী আমাদের সন্তানের মতো,এই মাদ্রাসা থেকে চলে গিয়ে তোমরা উন্নত জীবন গড়তে দেশের ভাল শিক্ষা নিকেতন ভর্তি হয়ে কর্মজীবনে সুনাম করে মাদ্রাসার জন্য সুনাম কুড়িয়ে আনবে এই প্রত্যাশা করি।
প্রধান শিক্ষক এইচএম নাছির উদ্দীন,সহকারী শিক্ষক আবু বকর,মোঃ ইসা,মোঃ মনসুর,মহিদুল,সোনিয়া,মালিহা,জাইতুন,কাউছার,মারজান,শাহিনা সহ এলাকার মুরব্বি ও ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।