চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় ধান ক্ষেতে যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্য হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চরপাড়া গ্রামে।
ঘটনায় স্থানীয় জামাল মেম্বারের পূত্র রুহুল কাদের(৪৫) নিহত হন।
প্রত্যক্ষসূত্রে জানা যায়,১৩ নভেম্বর শনিবার সকালে বাবা ছেলেকে ক্ষেতে কাজ করার জন্য যেতে বললে বাবার সাথে তর্কে জড়িয়ে পড়ে ছেলে শহীদুল ইসলাম।বাবা ছেলের কথা-কাটাকাটি এক পর্যায়ে ছেলে শহীদুল ইসলাম বাবাকে লাঠি দিয়ে আঘাত করে,সাথে সাথে বাবা মাঠিতে লুঠিয়ে পড়ে।স্থানীয়রা এগিয়ে এসে বাবাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাতামুহুরি তদন্ত কেন্দ্রের প্রধান মাহতাবুর রহমান বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সোর্স নিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য কক্সবাজারের সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আসামীদের ধরার জন্য মাঠে পুলিশ তৎপর রয়েছে।