ক্রীড়া প্রতিবেদক ঃ
কক্সবাজারের চকরিয়া কৈয়ারবিল হাছিমারকাটা ফুটন্ত কলি স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ২৬ জানুয়ারী (বুধবার) বিকালে কৈয়ারবিল স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মাঠে শত শত ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
শ্রমিকলীগ নেতা আসাদুজ্জামান বাপ্পির সভাপতিত্বে শেকাব উদ্দীনের ধারাবর্ণনায় খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক,ক্রীড়াবীদ মামুনুর রশিদ মামুন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রউফ উন নেওয়াজ,উপ-পরিদর্শক গোলাম সরওয়ার,শিক্ষক আনছারুল ইসলাম,দুবাই প্রবাসী আসাদুজ্জামান জিকু,জিয়া উদ্দীন দুদু,যুবদল নেতা ফরহাদুল ইসলাম,জহিরুল ইসলাম, আকতার আহমদ,স্বেচ্ছাসেবক দল নেতা ইস্কান্দার মির্জা, মোঃ রিদুয়ান প্রমূখ।
ফাইনাল খেলায় হামিদুল্লাহ সিকদারপাড়া স্পোর্টিং ক্লাব ও বরইতলী আবির স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন।
ফাইনাল খেলায় বরইতলী পহরচাঁদার রহিম সিকদারের পরিচালনাধীন আবির স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল আবির স্পোর্টিং ক্লাব ট্রপি ও ১০ হাজার এবং রানারআপ হাছিমারকাটা স্পোর্টিং ক্লাব পেয়েছেন ট্রপি ও ৫ হাজার টাকার নগদ অর্থ পুরুষ্কার।
অতিথিগণের পুরুষ্কার বিতরণের মাধ্যমে ফাইনাল খেলা শেষ হয়।