বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজারের চকরিয়া বরইতলী নতুন রাস্তার মাথায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি জবরদখল পূর্বক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালীদের কাছে বেলাল গং এর পৈত্রিক জমি জোরপূর্বক বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় সোহাগ গং এর বিরুদ্ধে।
জমিটি জাল খতিয়ান মূলে সোহাগ গং বিক্রি করার দ্বায় এড়াতে জমির প্রকৃত মালিক বেলাল গং ৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে উক্ত জমিতে সর্বসাধারণের সুবিধার্তে আদালতে নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ডটি টাঙ্গিয়ে দেন।
অভিযোগের সূত্রে জানা যায়,বরইতলী ৩ নং ওয়ার্ডের স্থানীয় মৃত হাসানের পূত্র আসাদুজ্জামান সোহাগের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা জমিটি দখলে নিতে বেশ কয়েক বার জবরদখলের চেষ্টা চালায়,শেষমেশ জবরদখলে ব্যর্থ হয়ে কয়েক জন প্রভাবশালী ব্যক্তিকে জাল খতিয়ান মূলে বিক্রি করে দে,যা আদু তাহাদের জমি নয়।ক্রয়কৃত মালিকগণ জমি দখলে নিতে আসলে জানতে পারে সোহাগ গং তাদের সাথে জালজালিয়াতী করে জমিটি বিক্রি করেছে।আদতে জমির প্রকৃত মালিক স্হায়ী বেলাল উদ্দিন গং।
বেলাল উদ্দিন জানান,চকরিয়া বরইতলী মৌজার নতুন রাস্তার মাথার আরএস-২৮০ নং খতিয়ানের ৫০০২ দাগের ২৬ শতক তৎ-বিএস ১৭০৩ নং খতিয়ানের ৫৪৬৬ দাগ নিয়ে মাননীয় চকরিয়া সহকারী জজ আদালতের অপর-১০৯/০৪ নং-মামলায় নিষেধাজ্ঞা প্রদান করেন,বর্তমানে অত্র মামলা মাননীয় আদালতে বিচারাধীন রয়েছে,এমতাবস্থায় কোন ব্যক্তি/গং কে উক্ত-জমি ক্রয়/বিক্রয় না করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন।
জমির মালিক বেলাল গং এর ভাই রেজাউল করিম জানান,উক্ত জমিটি দখলে নিতে সোহাগ গং কয়েকবার চেষ্টা চালায়। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও অমান্য করে বারবার জমিটি বিক্রির চেষ্টায় রত আছে।
জমিটির প্রকৃত মালিক যেহেতু বেলাল গং সেহেতু জমিটি ক্রয় করতে আগ্রাহীগনকে বেলাল গং এর সাথে পরামর্শ করে ক্রয় করতে অনুরোধ জানান জমির প্রকৃত মালিক বেলাল গং এর পক্ষে রেজাউল করিম।