বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
খুটাখালীর মেধা কচ্ছপিয়া মৌজার আলাউদ্দিন ওয়াকফ্ স্ট্রেটের জমির বর্গাচাষা পরিবর্তনকে কেন্দ্র করে,বর্তমান চাষা আকতার কামালকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাজারে আসার পথে সাবেক বর্গাচাষা শামসু উদ্দিন গ্রুপের লোকজনেরা হামলা চালিয়ে মারাত্মক ভাবে জখম করেছে।
হামলায় আক্তার কামালের শ্যালক এরশাদুল হক, প্রতিবেশী মোজাফফর হোসেন ও ছেলে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৮ম শ্রেণির ছাত্র জিহাদ(১৩) এবং প্রতিপক্ষের জয়নাল ও কাজল সহ ৬ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আকতার কামাল জানান, আলা উদ্দিন ওয়াকফ্ স্ট্রেটের মোতাওয়াল্লি উসমান গণির কাছ থেকে কালিয়াঘোনা নামক এলাকার ৪২ কানি ধানি জমি চাষাবাদের জন্য (নন-জুডিসিয়াল স্ট্যাম্প মূলে) দুইবছরের চুত্তিতে বর্গা নিয়ে উক্ত জমিতে চাষাবাদ শুরু করেন আক্তার কামাল। এতে ক্ষিপ্ত হয়ে পূর্বের চাষা হেতালিয়াপাড়ার মৃত নুর হোসেনের পুত্র শামসু উদ্দিনের নেতৃত্বে তার ভাই জয়নাল আবেদীন, কাজল, ভগ্নিপতি নুরুল কবির, স্থানীয় আলী হোসেনের পুত্র ছোটন ও আরিফ সহ ৬/৭জন লোক পরিকল্পিতভাবে লোহার রড, দা ও কিরিচ নিয়ে খুটাখালী বাজারের ইসলাম মার্টেকেটের গলির সামনে গেলে তাকে একা পেয়ে মারধর শুরু করে।
খবর পেয়ে আক্তার কামালের ছোট ছেলে জিহাদ ও আত্মীয় স্বজনরা এগিয় গেলে তাদেরকেও মারধর করে আহত করে এবং তার প্যান্টের পকেটে থাকা প্রায় সাড়ে তিনলক্ষ টাকা ও এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় চকরিয়া থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত আকতার কামাল।