চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় চিরকুট লিখে রুমানা আক্তার(২৬) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
২৫ ফেব্রুয়ারী(শুক্রবার) সকাল ১০ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কোরবানীয়া ঘোনা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
রুমানার ওই এলাকার হাফেজ শফিকুর রহমানের স্ত্রী। তার ৯ বছর বয়সী এক ছেলে ও ৭ বছর বয়সী এক কন্যা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুরীকে থানায় আটক করা হয়েছে।
রুমানার ছোট বোন জানান,তার বোনের সাথে শ্বশুর বাড়ির লোকজনের ভাল সম্পর্ক ছিল,কি কারনে হঠাৎ আত্মহত্যার পথ বেঁচে নিল তা জানিনা,তবে হাতের লিখা চিরকুটটা তার বোনের লিখা নয় বলে দাবী করেন।লাশ উদ্ধারের কয়েক ঘন্টা পরে চিরকুটটি জৈনক যুবলীগ নেতার মাধ্যমে পাওয়া গেছে বলে তার দাবী।
রুমানা হাতের লেখা চিরকুটে লিখেছিলেনঃ
‘আমার দুটি সন্তানকে সবাই দেখে রাখবেন। এই পরিবারে আমার সন্তানদের কেউ রাখবেন না। সবার কাছে অনুরোধ। বাঁচার খুব ইচ্ছে ছিল। কিন্ত আর বেঁচে থাকা সম্ভব হলোনা। শুধু আমার শ্বাশুড়ীর কারণে। মানসিকভাবে অনেক অনেক অত্যচারিত মেয়ে আমি। আর পারছি না ! আর পারছি না! আর পারছি না! কবরই আমার জন্য শ্রেষ্ট।
আল্লাহ হাফেজ।”
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটের লেখা রুমানার কিনা খতিয়ে দেখা হচ্ছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।