চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবারে পাশে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।
২৬ ফেব্রুয়ারী(শনিবার) দুপুরে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং হাসিনা পাড়ায় পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ পূর্বক ৬ পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা করে মোট ১লক্ষ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম.আর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাহ উল হক, পৌরসভা কৃষক লীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কলিম উল্লাহ কলি ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব উপস্থিত ছিলেন।
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহবান জানিয়েছেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, একটি দুর্ঘটনায় আপন সহোদর ৬ জনের মর্মান্তিক মৃত্যু! বাংলাদেশের ইতিহাসে ইতোপূর্বে আর ঘটেনি। অসহায় পরিবার গুলোর পাশে সামান্য আর্থিক সহায়তা দিতে পেরে তিনি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতে এই পরিবার গুলোর পাশে থাকবেন বলে জানান।