চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন ২ ফেব্রুয়ারী(বুধবার) বিকালে ফাঁসিয়াখালী পরিষদ ভবনের হল রুমে উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ৮ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন ২ নং ওয়ার্ডের মেম্বার তরুণ সমাজসেবক আবদুল হক মানিক।
এ সময় পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী,সচিব নুরুল কবিরসহ পরিষদের সকল সদস্য,দফাদার,গ্রাম পুলিশ,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্যানেল চেয়ারম্যান -২ নির্বাচিত হয়েছেন ৩ নং ওয়ার্ড মেম্বার রফিক আহমদ।
বিনাপ্রতিদ্ধীতায় প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়েছেন সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রোজিনা আক্তার।
প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করায় আবদুল হক মানিক সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে,পরিষদের সকল কার্যক্রমে চেয়ারম্যানের নেতৃত্বে সকল সদস্যদের নিয়ে একত্রে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিনাপ্রতিদ্ধীতায় রোজিনা আক্তার কে প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত করায় তিনি চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্যদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী জানান,সকালে নির্বাচন হওয়ার কথা থাকলেও কিছুটা অভ্যন্তরীন জটিলতায় বিকালে এই কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।তিনি সকল ভেদাভেদ ভূলে গিয়ে ইউনিয়নের উন্নয়নের স্বার্থে সকল সদস্যদের মিলেমিশে কাজ করার আহবান জানান।