চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া পৌর শহরে সাংবাদিকের পৈত্রিক জমি জবর দখলে নিতে হামলার ঘটনা ঘটেছে। দখলবাজদের হামলায় সাংবাদিকসহ ৩ জন আহত হয়েছেন। চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর এলাকায় ৩ মার্চ(বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটেছে এ ঘটনা। এ নিয়ে জমি মালিক মরহুম ফেরদৌস আহাম্মেদের পুত্র সাংবাদিক এ.কে.এম বেলাল উদ্দিন (৫০) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে, একই এলাকার মরহুম খুইল্যা মিয়ার পুত্র নেজাম উদ্দিন (৪২), রমিজ উদ্দিনের পুত্র শরীফ উদ্দিন (২১), স্ত্রী হাজরাতুল নাঈমা (৪০) ও নেজাম উদ্দিনের স্ত্রী মুন্নি আক্তার (৩২)সহ অজ্ঞাত নামা আরো ৪/৫কে।
অভিযোগে জানান, চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের মৌলভীরচর এলাকায় কাকারা মৌজার আর.এস ১১৭৯নং খতিয়ানের বি.এস ২৬৫নং খতিয়ানের সৃজিত বি.এস ২৯৯৮নং খতিয়ানের ৩৫৯, ৩৪৯, ৩৬০নং দাগের আন্দর ০.৩৬৫৭ একর পৈত্রিক ওয়ারিশী স্বত্ব দখলীয় জমির মালিকানা রয়েছে বাদী বেলাল গংয়ের। কিন্তু অভিযুক্ত নেজাম উদ্দিন গং পরধন লােভী ও জবর দখলকারী এবং সন্ত্রাসী প্রকৃতির লােক হওয়ায় দূর্লোভের বশীভূত হয়ে ঘটনাস্থলের জমি জবর দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এনিয়ে বাদী পক্ষ রিভিউ মামলাও দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। অপরদিকে অভিযুক্ত নেজাম উদ্দিন গং বাদী পক্ষের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজারে ১৪৪ ধারার আবেদন করে এম.আর মামলা নং- ২৪২৯/২০২১ দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) চকরিয়াকে সরে জমিনে তদন্ত প্রতিবেদন দেয়ার ও জমিতে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য চকরিয়া থানাকে আদেশ দেন। বিজ্ঞ আদালতের আদেশ নামার অনুবলে ভূমি অফিসের কানুনগাে তদন্তের জন্য ঘটনাস্থলের জমিতে গিয়া উভয় পক্ষকে ডাকেন। অভিযুক্তরা ৩মার্চ দুপুর ১২ ঘটিকার দিকে কানুনগাে তদন্ত শেষ চলে যাওয়ার পর অভিযুক্তরা তদন্ত রিপাের্ট তাহাদের পক্ষে যাবেনা মর্মে প্রতিয়মান হওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা এদিন দুপুর সাড়ে ১২টার দিকে হাতে ধারালাে দা, কিরিচ, লােহার রড, লােহার হাতুড়ী, লাঠি ইত্যাদি মারাত্মক দেশীয় অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অশ্লীল গালি-গালাজ শুরু করে ঘটনাস্থলের জমিতে অনধিকার প্রবেশ ও বাদী বেলাল উদ্দিনকে অবরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে আহত করে। এক পর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরােধ
করে। এসময় বাদীর প্যান্টের পকেটে থাকা ৩২ হাজার টাকা মূল্যের ১টি অপ্পো মডেলের মােবাইল সেট ও নগদ ৫২,৭০০ টাকা ছিনিয়ে নেয়। তাকে উদ্ধারে জেঠাত ভাই এনামুল হক (৫২) এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর হাড়ভাঙ্গা জখম করে। আঘাতের ফলে সে মাটিতে পড়ে যায় ও রক্ত বমি করে। পরে তাদেরকে উদ্ধারের জন্য প্রতিবেশী রফিকুল ইসলাম (৪২) এগিয়ে গেলে তাকেও সর্বশরীরে এলােপাতাড়ীভাবে আঘাতে জখম করে। এসময় রফিকুল ইসলামের প্যান্টের পকেটে থাকা নগদ ১৭,৮০০ টাকা নিয়ে ফেলে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারী ও দখলবাজরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন।
কর্তব্যরত ডাক্তার আহতদের মধ্যে গুরুতর জখমী এনামুল হকের জখমের অবস্থা আশংকাজনক তাহাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওসমান গনি জানান, ঘটনার বিষয়ে হামলার শিকার ও জমি মালিক সাংবাদিক একেএম বেলাল উদ্দিন বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেছেন। তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে থানার উপপরিদর্শক মোশারফ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। সত্যতা পাওয়া গেলে মামলা নেওয়া হবে।