বিশেষ সংবাদদাতাঃ
কক্সবাজারের চকরিয়ার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় বিশেষ অভিযান চালিয়ে অল্প সময়ে বিভিন্ন মামলার ২১ জন আসামীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৮টা পযর্ন্ত এ অভিযান চালানো হয়েছে বলে চকরিয়া-পেকুযার সার্কেল সিনিয়নর সহকারী পুলিশ সুপার তফিকুল আলম নিশ্চিত করেন। অভিযানে নেতৃত্বে দেন-চকরিয়া পেকুয়ার সার্কেল সিনিয়নর সহকারী পুলিশ সুপার তফিকুল আলম ও থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ ওসমান গনি।
গ্রেপ্তারকৃতরা হলেন-নুরুল ইসলাম প্রকাশ নজরুল (৩৩), রশিদা বেগম (৫০), লোকমান সরোয়ার প্রকাশ মিন্টু, কুতুব উদ্দিন (৩৮), জিয়াবুল করিম (২৬), মিজানুর রহমান মিজু (২২), গিয়াস উদ্দিন (৪৫),মোঃ কবীর আহমেদ (৩৫), মোঃ নেজাম উদ্দিন (৩০), নুরুল আজিম (৩২), মিনহাজ উদ্দিন (২৮), নুর (৩১), নুরুল ইসলাম প্রকাশ নজরুল (৩৩),মোঃ ইব্রাহিম (৩৫), ওসমান গনি (৩৫), ইউনুছ (৫০)।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার জানান,নিয়মিত জিআর মামলার ০৯জন, সিআর ১১জন ও ১জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, পুলিশ সুপারের দিক নিদেশনা নিয়ে এ অভিযান চালানো হয়েছে।অপরাধী যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী ঠিকানা জেলখানায় বাহিরে নয় বলে সাফ জানিয়ে দেন।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ কক্সবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বিট পুলিশিং মিটিং এ প্রক্যাশ্যে ঘোষণা দেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। তাদেরকে ধরে থানায় নিয়ে আসা হবে। তাদের স্থান হবে জেল খানায়। তার এমন বক্তব্যের পর ৪৮ ঘণ্টার পার না হতে থানা পুলিশ নড়েচড়ে বসে। চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। মিলেছে সুফলও। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ২১ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।