চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় বাড়ির ছাদ থেকে পড়ে এক গৃহ পরিচারিকার মৃত্য হয়েছে।
নিহত গৃহপরিচারিকা জয়ার দাশ(১৫) উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খোচাঁখালী গ্রামের জলদাশ পাড়ার মৃত কমল দাশের কণ্যা।
চকরিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড হিন্দু পাড়াস্থ( বসাক পাড়ায়) ১৩ মার্চ(রবিবার) বিকাল ৩ টায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী” রাখাল ধরের বাড়ির ছাদ থেকে পড়ে জয়া দাশ(১৫)নামের ঐ কিশোরীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রীয়া লক্ষ্য করা গেছে।কেউ কেউ বলছেন পাঁচ তলার উপরে ছাদের চার পাশে শক্ত রেলিং থাকার পরও অন্য কেউ ধাক্কা না দিলে এ ঘটনা আধো কি সম্ভব!প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে থানা প্রসাশনকে অবগত না করেই জয়ার গ্রামের বাড়ি পহরচাদায় তড়িঘড়ি করে লাশ সৎকারের কাজ চালিয়ে যাচ্ছে বাড়ির মালিক পরিবার।
ঘটনার বিষয়ে ফোনে বাড়ির মালিকের ছেলে মিঠুনের কাছে জানতে চাইলে তিনি লাশ সৎকারের কাজে ব্যস্ত আছেন এবং ঘটনাটি হিন্দু পরিষদের এক নেতার মাধ্যমে সমঝোতা করছেন বলে মোবাইলের লাইন কেটে দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) জুয়েল ইসলাম জানান,খবর পেয়ে সৎকারস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়ছে।