বিশেষ প্রতিনিধি,চকরিয়া ঃ
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় রুস্তম আলী (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুস্তম চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পুকপুকুরিয়াপাড়া এলাকার মকবুল আহমদের ছেলে।তিনি চকরিয়া পৌরশহরের ওসান সিটি মার্কেটের ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, রাতে বদরখালী এলাকায় এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন রুস্তম। রাত দেড়টার দিকে ইলিশিয়া এলাকায় সড়কের পাশে রুস্তমকে মোটরসাইকেলসহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চমেক হাসপাতালে নেয়ার পথে রুস্তম মারা যান।এই দূর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।