বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাটাখালী সেতু সংলগ্ন মাদ্রাসা পাড়ায় রবিবার বিকাল ৫ টার দিকে হঠাৎ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৯ টি বসত বাড়ি।আগুনে সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে সব কটি বাড়িসহ মালামাল।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, ৩ এপ্রিল(রবিবার) বিকালে চুলার রান্না করা ছাই থেকে আগুনের সূত্রপাত।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় মৃত শামসুল আলমের পূত্র মহিউদ্দিন,মৃত আবু নঈমের পূত্র হেলাল উদ্দিন ড্রাইভার,মৃত গুরা মিয়ার পূত্র নুরুস ছফা ড্রাইভার,মৃত ছৈয়দ আহমদের পূত্র আহমদ হোসেন,আহমদ হোসনের পূত্র মিরাজ,মৃত বশিরের পূত্র শের আলম,মৃত দুদু মাঝির পূত্র আবদুল হক,মৃত শামসুর পূত্র হাকিম,মৃত সিরাজের পূত্র বশিরের বাড়ি।
নগদ ৪ লক্ষ সহ আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।
সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে তাৎক্ষণিক প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ ৪৫ হাজার টাকার অনুদান প্রদান করেন এবং এই অসহায় ৯ পরিবারের পুড়ে যাওয়া বাড়ি পুনঃনির্মাণের আশ্বাস দেন। এ সময় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান পুড়ে যাওয়া ঘর পরিদর্শন পুর্বক নিত্য প্রয়োজনীয় পণ্য ও জামা কাপড় বিতরণ করেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি মোঃ রাসেল চৌধুরী এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহযোগীর আশ্বাস দেন।