বিশেষ প্রতিনিধিঃ
SINGER ঈদের উচ্ছাস’ যে কোন পণ্য কিনে Scsn & Win গিফট অফারে চকরিয়া কাজী মার্কেট ২য় তলার সিংঙ্গার প্লাস শো-রুম থেকে পণ্য কিনে ৫ ভাগ্যবান গ্রাহক জিতে নিয়েছেন সিংঙ্গারের ভিন্ন ভিন্ন পণ্য।
বিজয়ী গ্রাহকদের ফোন দিয়ে ডেকে এনে বুঝিয়ে দেওয়া হয়েছে ভাগ্যবান গ্রাহক হিসেবে বিজয়ী পুরুষ্কারগুলো।
এ উপলক্ষে চকরিয়া কাজী মার্কেট সিংঙ্গার শো-রুম এ ২৩ এপ্রিল শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংঙ্গার বাংলাদেশ লিঃ এর সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ ইমরানুল ইসলাম সহ শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
SINGER ঈদের উচ্ছাস’যেকোন পণ্য কিনে Scan & Win গিফট অফারে মোঃ জালাল উদ্দীন ল্যাপটপ নিয়ে জিতে নিয়েছেন মান্টিফ্যান,আবু বক্কর ছিদ্দিক,অরুণ কান্তি দে,মোঃ শাহাদত ওসমান,আলী আকবর এই চার জন ফ্রিজ কিনে প্রেসারকুকার,মাল্টিফ্যান,চ্যানডুইচ মেকার,প্রেসারকুকার বিজয়ী হন।
প্রতি সপ্তাহের শেষে গ্রাহকরা পুরুষ্কারের এই সুবিধাটি পাচ্ছেন, অফার টি আগামী ১৫ মে পর্যন্ত চলবে বলে জানান শাখা ব্যবস্থাপক ইমরানুল ইসলাম।
সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান জানান,সিংঙ্গার বাংলাদেশ লিঃ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্টান, গ্রাহকদের সেবার মানষে প্রতিদিন সিংঙ্গার নতুন পণ্য নিয়ে হাজির হচ্ছে গ্রাহকদের সামনে।গ্রাহক যেহেতু কোম্পানির প্রাণ সেহেতু গ্রাহকদের সুবিধায় আজকের এই আয়োজন। তিনি বিজয়ী গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে সকল শ্রেণীর মানুষকে সিংঙ্গারের পণ্য ব্যবহারের অনুরোধ জানান ।