বিশেষ প্রতিনিধি
চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুল মজিদ এর সৌজন্যে চকরিয়ায় কর্মরত সাংবাদিক ও মোহনা শিল্পী গোষ্ঠীর সম্মানে ৩০ এপ্রিল শনিবার বিকেলে স্থানীয় ধানসিঁড়ি রেস্টুরেন্টের কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল মজিদের সঞ্চালনায় আয়োজিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চকোরীর সম্পাদক প্রফেসর একেএম গিয়াস উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বশির আল-মামুন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরমান চৌধুরী, সহ-সভাপতি জিয়াউদ্দিন ফারুক, সিনিয়র সাংবাদিক রফিক আহমদ, সিনিয়র সাংবাদিক জিয়াবুল হক, চকরিয়া পৌরসভা বিএনপির নেতা আবদুর রহিম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মনসুর মহসিন প্রমূখ।
চকরিয়ায় কর্মরত সাংবাদিক জহিরুল ইসলাম সাগর,জামাল হোছাইন,হান্নান শাহ,আবদুল করিম বিটু,রিদুয়ানুল হক,জুনাইদ উদ্দিন, নুরুজ্জোদা জনি,সাইফুল ইসলাম,নাজমুল সাঈদ,শাহরিয়ার মাহমুদ রিয়াদ,সেলিম উদ্দিন,জে এ ভুট্টো,রিয়াদ উদ্দিন প্রমূখ ও মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।