বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা বৃহত্তম পশুর হাট ইলিশিয়া বাজার পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
২৩ জুন(বৃহস্পতিবার) দুপুরে তিনি সরেজমিনে বাজার পরিদর্শনে এসে বাজার সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলেন।
রাজস্ব বিহীন অবৈধ পশুর হাট সরানোর দাবী জানিয়ে ইউনিয়নের সচেতন নাগরিক এড.রবিউল এহেছানের আবেদনের পেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ অভিযোগ জমা হয়। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান সরেজমিনে এসে বাজার পরিদর্শন করেন।
অভিযোগে জানা যায়,দীর্ঘ বছর ধরে একটি প্রভাবশালী মহল সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে উপজেলার একটি মহল কে ম্যানেজ করে ইলিশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই অবৈধ পশুর হাট বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে একটি স্থানীয় সচেতন মহল জোর আপত্তি তুলেন।
ঐ মহলের আবেদনের সত্যাতা যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার এই আগমন বলে জানা যায়।
এ সময় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের তহসিলদার আবুল মনসুর,স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা,এড.রবিউল এহেছান,স্থানীয় সাংবাদিক সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।